Railway recruitment 2023 | শুধুমাত্র মাধ্যমিক পাশে রেলে Group C ও Group D পদে কর্মী নিয়োগ

Railway recruitment 2023

Railway job 2023 : সামনের লোকসভা ভোটা আর এই ভোটকে কেন্দ্র করে একের পর এক নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। তাই ভারতীয় রেলের তরফে গ্রুপ সি ও ডি পদে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। কিছুদিন আগেই ভারতীয় রেলমন্ত্রী জানায় বর্তমানে ভারতে রেলের বিভিন্ন পদে আড়াই লক্ষ করে বেশি শূন্য পদে থাকা রয়েছে। 

এই শূন্য পথ গুলি আগামী দুই এক বছরের মধ্যেই পূরণ করা হবে। সেই লক্ষ্যে কাজ করে চলেছে ভারতীয় রেল। তার পরবর্তীকালে ভারতীয় রেলের বেশ কিছু নতুন প্রকল্প গ্রহণ করেছেন। ফলে স্বাভাবিকভাবেই নতুন নতুন কর্মী নিয়োগের প্রয়োজন হয়ে পড়েছে। 

এই সমস্ত শূন্যপদ গুলো খুব দ্রুত পূরণের উদ্দেশ্যেই ভারতীয় রেলের তরফে পুনরায় গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের প্রতিবেদনে ভারতীয় রেলের নতুন বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। 

west Bengal railway recruitment 2023

তাই যে সকল চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে ভারতীয় রেলের চাকরি করবেন বলে বসেছিলেন অবশেষে তাদের সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। নিম্নে ভারতীয় রেলের উক্ত বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য যেমন আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদনের তারিখ প্রভৃতি আলোচনা করা হলো।

✓পদের নাম:-

ভারতীয় রেলে যে নতুন শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে শূন্য পদের নাম হল গ্রুপ সি ও ডি পদ। railway new vacancy 2023

আরও পড়ুন – Indian Army Havildar and Naib Subedar (Sports)Recruitment

✓আবেদনকারীর বয়স:-

ভারতীয় রেলের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে আবেদনের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের ন্যূনতম বয়স ১৮ বছর হতে হবে। এছাড়াও যে সমস্ত চাকরিপ্রার্থীদের বয়স ২৫ বছরের নিচে রয়েছে তারাও এই পদে আবেদন করতে পারবেন। সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রার্থী যথা SC,ST ও OBC চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী যথাক্রমে ৫ বছর ও ৩ বছর বয়সের ছার পাবেন।

railway recruitment board

✓আবেদন পদ্ধতি:-

এ আবেদন প্রক্রিয়ায় সম্পূর্ণ অনলাইনে মাধ্যমে অংশগ্রহণ করতে হবে। তার জন্য চাকরিপ্রার্থীদের সর্বপ্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এর অফিসিয়াল ওয়েবসাইট আমাদের প্রতিবেদনের নিচে দেওয়া রয়েছে।

১.অফিসিয়াল ওয়েবসাইটে যাবার পর সর্বপ্রথম একটি বৈধ মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।

২.রেজিস্ট্রেশন হয়ে গেলে সেই রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে পুনরের লগইন করে আবেদনের পরবর্তী কাজগুলো করে নিতে পারবেন‌

৩.আবেদন ফরমটিতে উল্লেখিত সমস্ত যাবতীয় তথ্যগুলো সঠিকভাবে পূরণ করতে হবে।

৪.আবেদন প্রক্রিয়া চলাকালীন আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার আপলোড দিতে হবে।rrb railway group d

৫.সবশেষে আবেদন ফি জমার মাধ্যমে আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাবে।

✓আবেদন মূল্য:-

ভারতীয় রেলের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে আবেদনের ক্ষেত্রে সাধারণ চাকরিপ্রার্থীদের আবেদন মূল্য হিসেবে দিতে হবে ৫০০ টাকা । এছাড়াও অন্যান্য সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রার্থীদের যথা OBC,SC,ST, Women সকলের জন্য আবেদন ফী ২৫০ টাকা দিতে হবে।

✓নিয়োগ প্রক্রিয়া:-

ভারতীয় রেলের গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের ক্ষেত্রে যথাযথ যোগ্যতা, ফিটনেস যাচাই করে নিয়োগ পত্র দেওয়া হবে। এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারে অফিসিয়াল নোটিশে উল্লেখ রয়েছে। railway recruitment 2023

✓প্রয়োজনীয় ডকুমেন্ট:-

এখানে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর যে সমস্ত নথিপত্র প্রয়োজন সেগুলি হল-

• জন্ম প্রমাণপত্র।

• প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কশিট সার্টিফিকেট।

• আবেদনকারীর পরিচয় পত্র।

• আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার।

• জাতিগত সংসাপত্র, বাধ্যতামূলক নয়।

✓আবেদনের তারিখ:-

এই আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে যা চলবে আগামী ১৭ই অক্টোবর ২০২৩ তারিখ পর্যন্ত। তাই ভারতীয় রেলের উক্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে আবেদনে আগ্রহী চাকরিপ্রার্থীরা আগামী ১৭ ই অক্টোবর এর পূর্বেই আপনাদের আবেদন প্রক্রিয়াটির সম্পন্ন করুন।rrb group d

☑️ অফিসিয়াল নোটিস :-  Click Here 
☑️ অফিসিয়াল ওয়েবসাইট :- Click Here 

আরও পড়ুন –



 

Post a Comment

0 Comments

Ads

359769892_718085356994187_2196064031662603860_n

ads

ads

Ads

ads

ads

ads

ads

ads