Stenographer Recruitment : জেলা আদালতে উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগ
Stenographer Recruitment
সমস্ত বেকার যুবক-যুবতীদের কাছে একটি বিরাট সুখবর । এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে । পশ্চিমবঙ্গের যেকোনো বাসিন্দা এই পদের জন্য আবেদন করতে পারবে । ডিস্ট্রিক লিগ্যাল সার্ভিস অথারিটি (District Legal Services Authority) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । চলুন দেখে নেওয়া যাক পদের নাম, যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য ।
বিজ্ঞপ্তি নাম্বার – 02/DLSA/KPG/2023
পদের নাম –
Stenographer (স্টেনোগ্রাফার)
শিক্ষাগত যোগ্যতা –
এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে । সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা / সার্টিফিকেট থাকতে হবে । কম্পিউটারে জ্ঞান থাকতে হবে । আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন ।
আরও পড়ুন – জেলা ম্যাজিস্ট্রেট অফিসের ওয়ান স্টপ সেন্টারে কর্মী নিয়োগ
বয়স –
উপরিক্ত পদে আবেদন করার জন্য প্রার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বউচ্চ বয়স হতে হবে ৪০ বছর ।
বেতন –
এই পদে প্রার্থীরা মাসিক বেতন পাবে ১৩,৫০০ টাকা ।
নিয়োগ পদ্ধতি –
প্রার্থী নির্বাচন করা হবে দুটি ধাপে । প্রথমে ধাপে লিখিত পরীক্ষা নেওয়া হবে । লিখিত পরীক্ষার উপর ভিত্তি করে দ্বিতীয় ধাপের পরীক্ষা নেওয়া হবে । দ্বিতীয় ধাপে স্ট্রেনোগ্রাফি টেস্ট এবং কম্পিউটার অপারেশন টেস্ট নেওয়া হবে ।
আবেদন পদ্ধতি –
এই পদে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে । সেক্ষেত্রে নিচের ধাপগুলি অনুসরন করুন ।
১. অফলাইনে আবেদন করার জন্য প্রার্থীকে প্রথমে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে ।
আরও পড়ুন – মাধ্যমিক পাশে সংগীত শিক্ষক নিয়োগ
২. আবেদনপত্রের সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টের স্বপত্যয়িত যুক্ত করতে হবে । কোন অন ডকুমেন্ট যুক্ত করতে হবে সেটি নিচে দেওয়া হল ।
৩. তারপর নাম , ঠিকানা লেখা পোস্টাল স্ট্যাম যুক্ত একটি খামে আবেদনপত্রটি ভরতে হবে ।
৪. তারপর নির্দিষ্ট ঠিকানায় , নির্দিষ্ট তারিখের মধ্যে পাঠাতে হবে । নিচে ঠিকানা, সময় ও তারিখ দেওয়া হল ।
আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন ।
কোন কোন ডকুমেন্ট লাগবে ?
নিম্নলিখিত ডকুমেন্ট গুলির স্বপত্যয়িত জেরক্স আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে । যথা –
১. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট এবং সার্টিফিকেট
২. শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র
আরও পড়ুন – কেন্দ্রীয় সংস্থায় মাধ্যমিক পাশে হেল্পার নিয়োগ
৩. ভোটার আর্ড / আধার কার্ড
৪. ৩ টি কালার পাসপোর্ট সাইজ ফটো
৫. আরও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট
আবেদন ফি –
এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে ৩৫০ টাকা জমা করতে হবে । আবেদন ফি জমা করতে হবে নিচে দেওয়া ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে ।
District legal Services Authority, Kalimpong
Account no – 40166728806
IFSC Code SBIN0000105
State Bank of India, Kalimpong
আবেদন ফি জমা করার পূর্বে অফিসিয়াল বিজ্ঞপিটি ভালো করে দেখে নেবেন ।
আরও পড়ুন – মাধ্যমিক পাশে সংগীত শিক্ষক নিয়োগ
আবেদনের সময়সীমা –
এই পদে আবেদন করার শেষ তারিখ ১৬/১০/২০২৩ বিকেল ৫ টা পর্যন্ত । ইচ্ছুক প্রার্থীদের এই সময়ের মধ্যেই আবেদন করতে হবে।
গুরুত্বপূর্ণ লিংক
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download Now |
আবেদনের নমুনাপত্র | Download Now |
0 Comments