দৈনিক 3,000/- টাকা বেতনে রাজ্যে পৌরসভায় কর্মী নিয়োগ, চাকরি ইন্টারভিউয়ের মাধ্যমে |
রাজ্যে পৌরসভা তথা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে ন্যুনতম মাধ্যমিক পাস যোগ্যতায় বিভিন্ন ধরনের শূন্যপদে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করা হবে। যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন। আপনি যদি চাকরীর জন্য আগ্রহী হন, তাহলে আপনার সুবিধার জন্য আবেদন প্রক্রিয়া সহ, পুরো বিস্তারিত নিচে দেওয়া হল
আবেদন পদ্ধতি:
সরাসরি ইন্টারভিউয়ের জন্য আবেদন জানাতে হবে। সেক্ষেত্রে নিচে দেওয়া ডাইরেক্ট লিংক থেকে আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট ডাউনলোড করে বের করে নিন।
নিজের যাবতীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি ভালো করে পূরণ করে ফেলুন। নিজের নাম, অভিভাবকের নাম, বয়স, ক্যাটাগরি ও শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দেবেন।
নিজের একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন। পাশাপাশি ফর্মের মধ্যে একটি সিগনেচার করে দিন নিজের।
সবার শেষে যাবতীয় ডকুমেন্ট সমেত এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
নিয়োগে আবেদনের ক্ষেত্রে কিছু ডকুমেন্ট প্রয়োজন। এগুলির অরিজিনাল ও জেরক্স কপি ইন্টারভিউ কেন্দ্রে নিয়ে যেতে হবে।
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
2. শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
3. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
4. ফটো আইডেন্টিটি প্রুফ
5. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড
নিয়োগকারী সংস্থা:
পশ্চিমবঙ্গে মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি।
পদের নাম:
মূলত স্পেশালিস্ট পদে নেওয়া হবে কর্মী। এক্ষেত্রে এই প্রধান পদের অধীনে মোট আট ধরনের পদ রয়েছে।
বেতন:
মোট অঙ্কের টাকা বেতন হিসাবে প্রদান করা হবে। সেক্ষেত্রে কর্মী পিছু দৈনিক 3,000/- টাকা প্রদান করা হবে।
প্রার্থীর বয়সসীমা:
বয়সের ঊর্ধ্বসীমা 67 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।
কর্মী নিয়োগ প্রক্রিয়া:
কোনো লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না। প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য রিপোর্ট করতে হবে। সেখানে তাদের ভালো করে যাচাই ও বাছাই করে কর্মী পদে নিযুক্ত করা হবে।
ইন্টারভিউয়ের তারিখ ও সময়:
আগামী 19/08/2023 তারিখে ইন্টারভিউ সংঘটিত হচ্ছে। সেক্ষেত্রে ইন্টারভিউয়ের রিপোর্টিং টাইম সকাল সাড়ে 11 টা থেকে দুপুর 12 টা পর্যন্ত।
ইন্টারভিউয়ের স্থান:
Room No 254, 2nd Floor, PMU, Kolkata City NUHM Society, 5 S.N. Banerjee Road, Kolkata 700013
0 Comments